ডা. জুবাইদা রহমানের জন্মদিনে হালুয়াঘাটে মহিলা দলের দোয়া ও শাড়ী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০২:০৫ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে হালুয়াঘাট উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আজ শনিবার সন্ধ্যায় ডা. জুবাইদার দীর্ঘায়ু, সুস্থতা, সফলতা কামনা করে দোয়া এবং দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ী বিতরণ করা হয়।
ময়মনসিংহ জেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি হোসনে আরা নীলুর সভানেত্রীত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আমজাদ আলী, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আবু হাসনাত বদরুল কবির, আনিসুর রহমান মানিক, ফরহাদ রাব্বানী সুমন, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল আজিজ খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়নাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।