নালিতাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৯ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৫ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি কামনায় কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৮ জুন) বিকেলে শহরের শহীদ মিনার সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন করে দলটি।
দোয়া মাহফিলে উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক ও কর্মিবান্ধব নেতা গোলাম কিবরিয়া মাকসিম।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেল বিএনপির যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম রিপন, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, আলী আকবর চান্দু, উপজেলা কৃষকদলের আহবায়ক আঃ জলিল, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শরাফত আলী, শেরপুর জেলা তাঁতী দলের আহবায়ক লালন মোল্লা, সদস্য সচিব রোমান মিয়া, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক আপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি, দির্ঘায়ু ও মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আয়ুব আলী।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ছাড়াও উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষকদল, তাঁতীদল, ওলামা দল, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।