খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিকরগাছায় কোরআন খতম ও দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:৩৪ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিকরগাছায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) সকালে মোবারকপুর ফোরকানিয়া মাদ্রাসায় কোরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন, পিরতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুশফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বিএনপি নেতা নুর মোহাম্মদ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা, যুবদল নেতা নুরুন্নবী খান শিপন, রায়হান উদ্দিন, জহিরুল ইসলাম, আসিফ রেজা, মাসুদ পারভেজ, সোহেল পারভেজসহ বিভিন্ন নেতৃবৃন্দ।