বন্যা কবলিত অঞ্চলে অসহায় মানুষের পাশে দাড়াতে স্বেচ্ছাসেবক দলের আহবান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার জন্য দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক আহবান জানান।
সিলেটের সুনামগঞ্জ এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, কুড়িগ্রাম সহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙ্গনে দেশের বিভিন্ন এলাকায় গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে গেছে। ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দূুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। অথচ বন্যা উপদ্রুত অঞ্চলের অসহায় ও নিরন্ন মানুষের জন্য সরকারের তরফ থেকে কোন জরুরী তৎপরতা নেই।
অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ দেশের যে সকল অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সেই সব এলাকায় জরুরী ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ স্বচ্ছল, বিত্তবান ও দানশীল ব্যক্তিদেরকে দ্রুততার সাথে বন্যাদুর্গত মানুষকে সাহায্য-সহযোগিতা করতে উদাত্ত আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।