বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবান; বন্যার্তদের পাশে দাঁড়ান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪০ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের অবগতির জন্য ব্যথিত চিত্তে জানানো যাচ্ছে যে, সিলেট ও সুনামগঞ্জে গত কয়েকদিনের ব্যাপক বৃষ্টিপাত, উজান পাহাড়ের ঢলের পানি অতীতের সকল রেকর্ড ভেঙে বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, সিলেট সদর ও সুনামগঞ্জের ছাতক, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, তাহিরপুর, মধ্যনগর, সদর থানা সহ অসংখ্য উপজেলার মানুষ গৃহহীন ও অন্নহীন হয়ে পড়েছে।
সরকার ও স্থানীয় প্রশাসন তাৎক্ষনিক কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পাওয়ার গ্রীড স্টেশন বন্ধ, অপর্যাপ্ত উদ্ধারকর্মী, আশ্রয় ও ত্রাণসামগ্রীর অপ্রতুলতা, যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা এবং তথৈবচ সরকারের সামগ্রিক সমন্বয়হীনতার কারনে অতি-মানবেতর জীবনযাপন করছে ঐ সকল এলাকার বন্যাদুর্গত মানুষেরা।
এমতাবস্থায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ও সুনামগঞ্জসহ বন্যাকবলিত সকল জেলা শাখা ও এর আওতাধীন সকল ইউনিটের নেতা-কর্মীদের (যারা বন্যাকবলিত নয়) নিজ সামর্থ্যের সবটুকু দিয়ে সংকটাপন্ন মানুষের পাশে দাড়ানোর নির্দেশ প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
একইসাথে, আশ্রয়কেন্দ্র খোঁজে বের করে শিশু-বৃদ্ধ-নারী ও প্রতিবন্ধীদের বিশেষ ভাবে আশ্রয়ের ব্যবস্থা করা তাগিদ প্রদান করেন। এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে নেতৃদ্বয় সরকার ও সামর্থবানদের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের উদাত্ত আহ্বান জানান।