বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খামারকান্দি ইউনিয়ন যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৩ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০১:০০ পিএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ, এতিম খানায় নগদ অর্থ প্রদান, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) বাদ যোহর উপজেলার ঘোরদৌড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় খামারকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান সাগর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হালিমের সার্বিক তত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতিমদের মাঝে খাবার বিতরণ, এতিম খানায় নগদ অর্থ প্রদান, কোরআন খতম ও দোয়া মাহফিল মাহফিলে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আইয়ুব আলী মন্ডল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ, যুবদল নেতা লেলিন সরকার, ফিরোজ আহম্মেদ, আতিকুর রহমান, রাশেদুজ্জামান রুপম, সজীব, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান মাজেম, খামারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অত্র মাদ্রাসার সভাপতি আবু সাঈদ ফকির, খামারকান্দি ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হেলালুজ্জামান বাবু, খামারকান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সুজন, মোমিনুল ইসলাম, আরিফুল ইসলাম ও খামারকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।