খালেদা জিয়ার রোগমুক্তি ও আসলাম চৌধূরীর মুক্তি কামনায় সীতাকুণ্ড যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৭ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:১২ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগ মুক্তি ও দীর্ঘ ৭ বছর ধরে কারাগারে বন্দি, বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধূরীর মুক্তি কামনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের উদ্দ্যোগে আজ ১৮ জুন ২০২২ইং রোজ শনিবার বাদে আসর, বাড়বকুণ্ড কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধূরীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন রাজু'র পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বাড়বকুণ্ড মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তাহের।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক, আরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদল নেতা, আনোয়ারুল আজিম, মনসন আলী, সাইফুল ইসলাম, কাজী বদর উদ্দিন, একরামুল হক, ইলিয়াছ হোসেন, সাহাবুদ্দিন, মোঃ মাসুদ, ইসমাইল হোসেন, আলাউদ্দিন, আব্দুল আলীম, মোঃ আলাউদ্দিন, সবুজ, আজাদ, টিটু, নিজাম, কামরুল হাসান, ইউনুছ, মোঃ কামাল, জাফর, আলমগীর, আমীর হোসেন প্রমূখ।