ডা: জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীতে ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১০ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৫ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের সহধর্মীনি বিশিষ্ট চিকিৎসক ডা: জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলার ধোরা হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রদলের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে উন্নত খাবার বিতরন করা হয় এবং মাদ্রসা চত্বরে নিম বৃক্ষরোপন কর্মসুচি পালন করা হয়।
আজ শনিবার (১৮ জুন) উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশের সার্বিক তত্বাবধানে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক এসএম রাংগা, সি:সহসভাপতি নাজমুল ডিটল, সহ-সভাপতি তৌকির, সুজন, সাংগঠনিক সম্পাদক মোস্তা, সহ সাধারণ সম্পাদক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডিউ, দপ্তর সম্পাদক দোয়েল, নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচীব রঞ্জু মিয়া, মহিষাবান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক সোহান, দক্ষিন পাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক শুভ, যুগ্ন আহবায়ক সবুজসহ ছাত্রনেতা প্রান্ত কনক, নাঈম শহিদ, নিয়াজ, শুভ প্রমুখ।