নারাণগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪২ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৫১ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) বাদ জোহর কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে গোদনাইল ধনকুন্ডা এলাকার একটি এতিমখানায় এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বিএনপির চোরপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে এতিমখানার ছাত্রদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু'র সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, হারুন অর রশিদ, মিজানুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক, নূরে এলাহী সোহাগ, মঞ্জুরুল আলম মুসা, আবুল হোসেন রিপন, মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান, সদস্য নবী হোসেন নবু, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন কমল, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, এরশাদ আলী, সদস্য রিয়াজুল আলম ইমন, হাবিবুর রহমান মাসুদ, যুুুুবদল নেতা আঃ হাকিম, মোক্তার হোসেন, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, মানিক বেপারী, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম হৃদয় প্রমূখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা।