খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেশবপুরে যুবদলের খাদ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২৮ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:৪৭ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের কেশবপুর থানা ও পৌর যুবদলের উদ্যোগে খাদ্য বিতরণ হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেশবপুর শিশু সনদের এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সূরা ফাতিহা পাঠসহ বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাবিবগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আল-আমিন।
এ সময় থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আফজাল হোসেন বাবু, বিএনপি নেতা চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, সোহেল হাসান আঈদ, থানা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, আলমগীর সিদ্দিক, মেহেদী হাসান শিপন, আব্দুল গফুর, পৌর যুবদল নেতা গোলাম মোস্তফা, মেহেদী হাসান বিশ্বাস, শাহ আলম, আলিয়ার রহমান উজ্জ্বল, রনি আসলাম, মুক্তাদির হোসেন মুক্তি, রিপন হোসেন, আব্দুল আজিজ, মিজানুর রহমান মুকুল, ছাত্রদল নেতা আব্দুল আজিজ প্রমূখসহ থানা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।