সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৬ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৭:১১ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদল কেন্দ্র ঘোষিত ২ দিনের অংশ হিসেবে সাভার থানা, সাভার পৌর ও আশুলিয়া থানা যুবদলের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
আজ শনিবার (১৮ জুন) এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সহ সভাপতি আরিফুর রহমান আরিফ।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব খান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি শহিদুল ইসলাম শহীদ, সহ সভাপতি গোলাম মোস্তফা, সহ সভাপতি আব্দুল মালেক, ঢাকা জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক মজিবুর রহমান, সহ সাধারন সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক কাজী মুরসালীন রহমান চন্দন, সহ সাংগঠনিক সম্পাদক হাজী ওসমান গনি, সহ সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আলমাস হোসেন, ঢাকা জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ লিটন, ক্রিয়া বিষয়ক সম্পাদক এইচ.এম পলাশ সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাব্বিল, সহ ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন সাগর, তথ্য ও গবেষনা বিয়ক সম্পাদক এস এম ফরিদ, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক ১ম যুগ্ন সাধারন সম্পাদক মেহফুজুল আলম সাগর, সাভার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য টিপু সুলতান, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সদস্য তাইনুস আলী আহমেদ, রাশেদ, শাহজাহান খান, রনি ও যুবদলের অন্যান্য নেত্রবৃন্দ।