সন্দ্বীপে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৩ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৪:১৪ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলা যুবদলের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার (১৭ জুন) স্থানীয় ইমামের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি নিঝুম খান, পৌর যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন (সাবেক কমিশনার), উপজেলা যুবদলের সদস্যসচিব এম এ আজিজ, সিঃ যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব সহ সন্দ্বীপ উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতৃবৃন্দগণ।