তজমুদ্দীনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও খাবার বিতরন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১৪ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আজ শনিবার (১৮ জুন) বাদ যোহর স্থানীয় পাটোওয়ারী কান্দী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং আড়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম হাফেজদের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি নাসিরউদ্দিন ভুট্টো, স্বেচ্ছসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসিন, জেলা স্বেচ্ছাসেবক দল সহ সাধারণ সম্পাদক শামছুদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক হুমায়ূন কবির পাটোয়ারী, দপ্তর সম্পাদক কামরুল হাসান মিল্লাদ, বাহাউদ্দিন বাহার, মিজানুর রহমান সুমন, আব্বাস উদ্দিন, কাজল হাওলাদার, হেলাল উদ্দিন লিটন, নান্নু মিয়া, নয়ন সহ বিভিন্নস্তরের নেতাকর্মী।