কামারখন্দে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৯ পিএম, ১৮ জুন,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫৮ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কামারখন্দ উপজেলা ছাত্রদলের উদ্যােগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলা একটি মাদ্রাসায় কোরআন খতম ও উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সদস্য সচিব তানভীর ইসলাম।
এসময় ছাত্রদল নেতারা বক্তব্যে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিধিনিষেধ তুলে নেওয়ার আহবান জানান। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
কোরআন খতম ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, রাজু আহমেদ, ছানোয়ার হোসেন প্রমুখ।