বেগম খালেদা জিয়া’র দ্রুত সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে রুয়েট প্রাক্তনদের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ শুক্রবার রাজধানীর হাতিরঝিল আহ্সানুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় ‘রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (রেজা)’-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য লাভ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এতিম বাচ্চাদের খাবার সরবরাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং এ্যাব-এর সহসভাপতি প্রকৌঃ রিয়াজুল ইসলাম রিজু, রেজা’র সদস্যসচীব প্রকৌঃ কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌঃ মোঃ আব্দুর রাজ্জাক রুহানী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌঃ নূর আমিন লালন, প্রকৌঃ মোঃ ইলিয়াস, প্রকৌঃ আব্দুর রাশেদ মল্লিক, প্রকৌঃ মনিরুজ্জামান, প্রকৌঃ সাইয়েদ মোঃ আবিদুহু, প্রকৌঃ তোফাজ্জল হোসেন সুজন, প্রকৌঃ অনিক ইসলাম নির্ঝর, প্রকৌঃ আকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (রেজা)’র প্রধান সমন্বয়কারী প্রকৌঃ শামিম রাব্বি সঞ্চয়।
উক্ত দোয়া মাহফিলে জুম্মার নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত আরোগ্য লাভ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং ভারতে মহানবী (সাঃ) এর অবমাননার ও এর প্রতিবাদকারী মুসলমান ভাইদের উপর জুলুম ও নির্যাতনের প্রতিকার চেয়ে মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করা হয়। অতঃপর ‘রুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল এসোসিয়েশন (রেজা)’র পক্ষ থেকে এতিমখানার সকল বাচ্চাদের দুপুরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।