বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়া জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১০ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:১১ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আজ শুক্রবার বাদ জুম্মা শহরের রওশন শাহ আনোয়ারুল উলুম তাজবীদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা যুবদলের আহবায়ক মোঃ খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ সুজন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শাহাদৎ হোসেন সোহাগ, ফারুকে আজম, রাশেদুল ইসলাম রাশেদ, রেজাউল করিম লাবু, তাজমিলুর রহমান বিচিত্র, মাহমুদুর রহমান প্রিন্স, মোস্তফা হানিফ সোহাগ, মেহেদী হাসান নয়ন, ফরিদ আহম্মেদ মুন, রেজাউল করিম, রাশেদুল কবীর, শহর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, সৌরভ হাসান শিবলু ও জাহিদ হোসেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, কাহালু উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান জিল্লুর ও আকতার হোসেন, শহর শাখার বাইতুল্লাহ শেখ, রোকনসহ যুবদলের জেলা, শহর, উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।