মহানবী (সা:) কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে রংপুরে ওলামা দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:৫০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপি নেতাদের অশ্লীল মন্তব্য ও আবমননাকর কটুক্তির প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুম্মা গ্র্যান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রংপুর মহানগর ও জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, রংপুর বিভাগীয় আহবায়ক ও রংপুর জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল মমিন জিহাদী, মহানগর ওলামা দলের যুগ্ম আহবায়ক হাপেজ নুরুল হক শাহ ও মনিরুজ্জামান মনির, গংগাচড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানাআজিজুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদকমাওলানা রশিদল ইসলাম, হারাগাছ পৌরসভা ওলামা দলের আহবায়ক ইউনুস আলী ইমন, কাউনিয়া উপজেলার ওলামা দলের যুগ্ম সম্পাদক মাওলানা মোস্তাফিজার রহমান, মিঠাপুকুর উপজেলার ওলামা দল নেতা মাওলানা নওশাদ আলী, রংপুর সদর উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ রংপুর মহানগর ও জেলা ওলামা দল এবং বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা, মহানবী (সাঃ) ও তার কন্যা আয়শা (রা:) কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। অন্যথায় আগামীতে ধর্মপ্রাণ মুসল্লীদের নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।