ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩০ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ এএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ শুক্রবার বাদ জুম্মা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটর ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো: হারুনুর রশিদ এর পক্ষ থেকে পৌরসভার ঐতিহ্যবাহী চতুড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সিনিয়র সভাপতি বিল্লাল হোসেন কোম্পানির পরিচালনায় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লি দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনা, তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।