বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর যুবদলের খতমে কোরআন ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৪ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:১৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর শাহ আমানত মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মাজার সংলগ্ন তনজিমুল মুসলেমিন এতিমখানায় খতমে কোরআন ও অসহায় এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর নেতৃবৃন্দ বলেন, রাজনীতির প্রতিহিংসা বাদ দিয়ে বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার সুচিকিৎসা পাওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। বেগম খালেদা জিয়া ভাল থাকলে দেশের মানুষ ভাল থাকে। মা, মাটি ও মানুষের নেত্রী বেগম জিয়া।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কারো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায় চলতে পারে না। এদেশের মালিক এদেশের আপমর জনসাধারণ। আগামীতে ভোটের মাধ্যমেই ক্ষমতার পট পরিবর্তন করবে এদেশের সাধারণ জনগণ।
দোয়া মাহফিল শেষে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আলহাজ্ব মুসাব্ব্রি হোসেন। মুনাজাতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। তারেক রহমানের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়। মুনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদেরকে জান্নাতের মেহমান করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, মোহাম্মদ ইলিয়াছ, আবদুল করিম, সাহাব উদ্দিন হাসান বাবু, মিয়া মোহাম্মদ হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, মুজিবুর রহমান মুজিব, মো. আলী সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, তাজুল ইসলাম তাজু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান সহ-সাধারণ সম্পাদক কামাল পাশা, আসাদুর রহমান টিপু, মুজিবুর রহমান রাসেল, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মো. আলাউদ্দিন, মহি উদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, আসাদুজ্জামান রুবেল, সহ-সম্পাদক আতিকুর রহমান, কমল জ্যেতি বড়ূয়া, সাহেদুল ইসলাম, মো. জহিরুল ইসলাম জহির, কোরবান আলী, হামিদুল হক, মেজবাহ উদ্দিন মিন্টু, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গির আলম বাবু, আশরাফ উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, সাইফুদ্দিন যুবরাজ, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, শেখ কামাল আলম, মো. জসিম উদ্দিন, মো. ইদ্রিস, জাফর সাদেক সোহেল, আরিফ হোসেন, মিজানুর রহমান দুলাল, মো. ইউসুফ।