খালেদা জিয়া'র সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুবদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২২ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৭ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
প্রতিহিংসার বিচারে বন্দী, চিকিৎসাধীণ, বাংলাদেশের মা, মাটি ও মানুষের নেত্রী, গণতন্ত্রের "মা" সাবেক ৩বারের প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে কোরআন খতম, দোয়া মাহফিল ও হাফিজিয়া মাদ্রাসায় খবার বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ মোতাবেক আজ শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় কোরআন খতম করা হয় এবং জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরীর মালোপাড়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের দুপুরের খাবার তুলে দেওয়া হয়।
মিলাদ, দোয়া ও খাবার বিতরণে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মোঃ শরিফুল ইসলাম জনি, যুগ্ম-আহ্বায়ক, মোঃ সালাউদ্দীন বিপ্লব, যুগ্ম-আহ্বায়ক, সালমগীর হোসেন, যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক, মোঃ ঈষমাইল হোসেন রাহী, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী জ্যাকি, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র সদস্য মোঃ বনি সরদার, উপস্থিত ছিলেন সুমন সরদার, আশরাফুজ্জামান সজিব, মহানগর যুবদলের দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সদস্য, শফিক মাহমুদ তন্ময়, সদস্য মোঃ রাসেল, মিন্টু, রয়েল সহ রাজশাহী মহানগর যুবদল ও থানা পর্যাযের নেতৃবৃন্দ।