দ্বিতীয় বন্যায় আবারও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান সিলেট মহানগর বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:২১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সিলেটে প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারনে দ্বিতীয়বারের মত বন্যায় সিলেট মহানগরীর বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। বিগত মাসখানিক পূর্বেও বন্যায় সাধারণ মানুষকে অনেক দুঃখকষ্ট পোহাতে হয়েছে। সেই সময়ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বন্যাবাসী মানুষের পাশে দাঁড়িয়েছিল। এবারও বন্যায় অসহায় সাধারণ মানুষের মাঝে দাঁড়ানোর জন্য এক যুক্ত বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
আজ শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একমাসের ব্যবধানে দুইবার বন্যার সৃষ্টি হয়েছে। বিগত বন্যার যেভাবে বিত্তশালী নের্তাকমীরা দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আবারও তাঁদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। বিএনপি এদেশের গণ মানুষের সংগঠন। সব সময় সাধারণ মানুষের জন্য জন্য কাজ করে যাচ্ছে। তাই সাধারণ মানুষের পাশে বিএনপি সবসময় আছে ও থাকবে।