খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৌলতপুরে ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০০ পিএম, ১৭ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:১৪ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুন) বাদ জুম্মা দৌলতপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলে আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন, দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী আসাদুজ্জামান রুমন, ছাত্রদল নেতা হাসানুজ্জামান সাকিব, অয়ন আহাম্মেদ, শামীম হোসেন, সানাউল হক সাগর মোল্লা, এম এস আহাম্মেদ, স্বাধীন আহাম্মেদ, নাহিদ হাসান রকি, সাগর আহাম্মেদ, মিঠন আলী, আসিফ শেখ, মভিরুল ইসলাম, ফারুখ হোসেন প্রমূখ।
এ সময় দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রার্থী বিল্লাল হোসেন বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। অন্যথায়, সকল দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী আসাদুজ্জামান রুমন বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে সু-চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। আগামী দিনে এই জুলুম সরকারের হাত থেকে বেগম খালেদা জিয়াকে রক্ষা করতে কেন্দ্র ঘোষিত যে কোন আন্দোলন সংগ্রাম সফল করতে নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।