গুলশান-বনানী থানার ১৮,১৯,২০ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন
জনবিস্ফোরণের মুখে গণধিকৃত সরকারকে জনরোষেই বিদায় নিতে হবে : নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:০৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপিস্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এই কোভিড চলাকালীন সময়ে ১৩ হাজার মানুষ নতুন করে কোটিপতি হয়েছে। আর প্রায় সাড়ে ১৩ কোটি মানুষ নতুন করে আরও দরিদ্র হয়েছে। তাহলে এ সরকার ১৩ হাজারের সরকার। কোটি কোটি মানুষের সরকার নয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির গুলশান বনানী থানার ১৮,১৯,২০ নম্বর ওয়ার্ড কমিটির সম্মেলন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বনানী টিভি গেট সংলগ্ন ফুড ভ্যালু রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী সরকার ৭২-৭৫ সালে দেশে একদলীয় সরকার বাকশাল কায়েম করার জন্য গণতন্ত্রকে জবাই করে হত্যা করেছিল। আবারও এ আওয়ামী সরকার গণতন্ত্রের নামে নোংরা খেলায় মেতে উঠেছে। তিনিবলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে যে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, দেশে আজ সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এমন গণতন্ত্র আনতে হবে, যে গণতন্ত্র মানুষকে অধিকার দেবে।
বিএনপির এই নেতা বলেন, এ আওয়ামী সরকার দেশের গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ আজ ধ্বংস করে দিয়েছে। আজকে দেশের মানুষ গণতন্ত্রের অভাব অনুভব করছে। আওয়ামীলীগের নেতারা গণতন্ত্র চায় না। এ গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করছি। দেশের এ গণতন্ত্রের জন্য আজ আমাদের কত ভাই-বোন জীবন দিয়েছেন। গুম হয়েছেন কত ভাই বোন। এ গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আজ একটাই পথ খোলা আছে। আর তা হলো এই অত্যাচারী আওয়ামী শাসনের অবসান ঘটানো। জনবিস্ফোরণের মুখে গণধিকৃত এ আওয়ামী সরকারকে জনরোষেই বিদায় নিতে হবে। সে দিন আর বেশি দূরে নয়।
বিশেষ অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, ৯০-এ স্বৈরাচার হটিয়েছিলাম। আবারও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।
প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, আমাদের সামনে একটি মাত্র পথ খোলা রয়েছে। আর সেটা হলো রাজপথ। সেই রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, আতিকুল ইসলাম মতিন, আবদুল আলীম নকী, মোস্তাফিজুর রহমান সেগুন, আক্তার হোসেনসহ বিভিন্ন থানা বিএনপির নেতারা।