ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৪ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৩৮ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের আয়োজনে আজ বৃহস্পতিবার বাদ আছর শহরের গোরস্থান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনাসহ জিয়া পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু,সহ-সভাপতি আব্দুল আল মামুন সনেট, সহ-সভাপতি শোয়েব শেখ, সহ-সভাপতি আব্দুল আল মামুন রতন, সহ-সভাপতি কৌশিক আহম্মেদ অনিক, যুগ্ম সম্পাদক ইশতিয়াক রশিদ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম লিংকন, সহ সাংগঠনিক সম্পাদক এম এম মামুন, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, প্রকাশনা সম্পাদক পারভেজ খান, সহ দপ্তর সম্পাদক বায়োজিদ, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এস এম রাতুলসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।