বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৬ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:০৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আজ বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এ সময় বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং লন্ডনে অসুস্থতা অবস্থায় থাকা তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান রনি, সদ্য সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদ্য সাবেক যুগ্ম-সম্পাদক ইসরাফিল চৌধুরী সোহেল, মুজিব হলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিরণ, ছাত্রনেতা মশিউর রহমান রোজেন, ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, আল-বেরুনী হলের যুগ্ম আহবায়ক জর্জিস মোহাম্মদ ইব্রাহিম, ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, ছাত্রনেতা কে এম রিয়াদ সহ প্রমূখ|