ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:২৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ৬৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
নবগঠিত এই কমিটির আহবায়ক হয়েছেন হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। তিনি উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি। এছাড়াও কমিটিতে একমাত্র যুগ্ম আহবায়ক করা হয়েছে তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন- সদস্য আবুল বাশার আকন্দ, সদস্য শাহ নুরুল কবীর শাহীন, সদস্য আহম্মেদ তাইয়্যেবুর রহমান হিরণ, সদস্য ইয়াসির খান চৌধুরী, সদস্য অ্যাডভোকেট নুরুল হক, সদস্য হাফেজ আজিজুল হক, সদস্য মফিজ উদ্দিন, সদস্য কামরুজ্জামান লিটন, সদস্য এমদাদ হোসেন, সদস্য মামুন বিন আব্দুল মান্নান, সদস্য লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, সদস্য নাসের খান চৌধুরী, সদস্য সৈয়দ এনায়েতুর রহমান, সদস্য ডা. মো. সেলিম, সদস্য কোয়াছম উদ্দিন, সদস্য আসলাম মিয়া বাবুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, সদস্য অধ্যাপক জি.এম আজহারুল ইসলাম কাজল, সদস্য হানিফ মো. শাকের উল্লাহ, সদস্য আবু হাসনাত বদরুল কবির, সদস্য আরফান আলী, সদস্য আনিসুর রহমান মানিক, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য মফিদুল ইসলাম ফকির, সদস্য আমজাদ সরকার, সদস্য কুদরত আলী, সদস্য আব্দুল হেলিম মন্ডল, সদস্য আব্দুস সালাম তালুকদার, সদস্য মোজাম্মেল হক তালুকদার মানিক, সদস্য আবুল খায়ের বাবুল, সদস্য এম এ কাদের ভূঁইয়া, সদস্য এএফএম আজিজুল হক পিকুল, সদস্য আব্দুল হামিদ, সদস্য আলী আশরাফ, সদস্য হারুন অর রশিদ, সদস্য আমিনুল হক মনি, সদস্য শফিকুল ইসলাম শফি, সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, সদস্য এস এম দুলাল, সদস্য সুজিত কুমার দাস, সদস্য হাবিবুল ইসলাম খান শহিদ, সদস্য আমিনুল হক, সদস্য একেএম আজিজুল হক রিপন, সদস্য কাজী আব্দুল বাতেন, সদস্য মাসুদ রানা খান, সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আলমগীর আলম বিপ্লব, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, সদস্য সালমান ওমর রুবেল, সদস্য ফরহাদ রাব্বানী সুমন, সদস্য মোয়াজ্জেম হোসেন খান লিটন, সদস্য জুলফিকার হায়দার টিপু, সদস্য অ্যাডভোকেট শাহজাহান সাজু, সদস্য হারুন অর রশিদ-গৌরীপুর, সদস্য মোফাখারুল ইসলাম জাহাঙ্গীর, সদস্য আব্দুল আজিজ মন্ডল, সদস্য কাজী আব্দুস সাত্তার, সদস্য রফিকুজ্জামান মনির, সদস্য আবু তাহের সিদ্দীক, সদস্য আব্দুস সাত্তার, সদস্য ওসমান গণী ভূঁইয়া (গেনু), সদস্য মাসুম খান, সদস্য সম্ভু সন্যাল, সদস্য রুহুল আমিন খান।