ফেনীতে অবৈধ অস্ত্র-ইয়াবাসহ যুবলীগ নেতার সহযোগী জাহাঙ্গীর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪১ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক যুবলীগ নেতার সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ইউনিয়নের নৈরাজপুর গ্রামের বাচ্চু মিয়া খন্দকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর ফরহাদ নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রার্থী শাহাদাত হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও একই গ্রামের জালাল আহম্মদের ছেলে।
পুলিশ সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় জাহাঙ্গীরের বসত ঘর ও শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ ওসি মেজবাহ উদ্দিন । এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৫ টি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ৫শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। এই বিষয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে ও মাদক আইনে দুইটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশ।