বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫০ পিএম, ১৬ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:০৩ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) বাদ জোহর শহরের স্টেশন বাজার রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুল্লাহ আল মুনসুরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব রাখেন, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় বিএনপি নেতা শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে আগামী দিনে খালেদা জিয়ার মুক্তি ও তার সু-চিকিৎসার জন্য রাজপথ দখল করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই তাকে সু-চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। আগামী দিনে এই জুলুম সরকারের হাত থেকে খালেদা জিয়াকে রক্ষা করতে কেন্দ্র ঘোষিত যে কোন আন্দোলন সংগ্রাম সর্বাত্বক সফল করতে নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুকনুজ্জামান রুকন, তুষার মাহমুদ উজ্জল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, শহর ছাত্রদলের সদস্য সচিব শামীম আহমেদ, সদর উপজেলা দক্ষিণ শাখা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সবুজ, পূর্ব শাখা ছাত্রদলের সদস্য সচিব আসলাম হোসেন, মেলান্দহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী।