গুলশান থানার ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:২৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ঢাকা মহানগর উত্তর গুলশান জোনের ক্যান্টনমেন্ট থানাধীন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় নেএী। বেগম খালেদা জিয়া প্রতিটি নির্বাচনে ৫ টি আসন থেকে জয়ী হোন। কোন নির্বাচনে তিনি পরাজিত হন নি। বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন। তিনি স্বৈরশাসকের কাছে মাথা নত করেন নি। বেগম খালেদা জিয়ার আপোষহীন দিক নির্দেশনামুলক নেতৃত্বেই আমরা সেই দিন গণআন্দোলন করেছিলাম। স্বৈরাচার হটিয়ে ছিলাম। এজন্যই খালেদা জিয়ার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। আওয়ামী সরকার এজন্যই বেগম খালেদা জিয়ার প্রতি আক্রোশ।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্হা করার জন্য এবং দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্হা গঠন করে নিরপেক্ষ নির্বাচন আদায় করতে সামনে আমাদের আরেকটি সংগ্রাম ও আন্দোলন করতে হবে। এবং সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান হবে। সেই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দেশে গণতন্ত্র ফিরে আসবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। প্রধান বক্তার বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আমাদের কে জনগণের সেই দাবি আদায় করতে হবে। এদেশের জনগণের সেই দাবি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সামনে একটি মাএ পথ খোলা রয়েছে। আর সেটা হলো রাজপথ। সেই রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন নিশ্চিত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করে নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও টিম প্রধান মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, মোয়াজ্জেম হোসেন মতি, মোঃ আক্তার হোসেন, এ জি এম সামসুল হক, মোস্তফা জামান, সদস্য আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, গোলাম কিবরিয়া মাখন, মিজানুর রহমান বাচ্চু, হুমায়ুন কবির রওশন, আজহারুল ইসলাম সেলিম, শফিকুল ইসলাম শাহিন, এ বি এম এ রাজ্জাক, জিয়াউর রহমান, ক্যান্টনমেন্ট থানা বিএনপির সাবেক সভাপতি প্রিন্সিপাল মোঃ লিয়াকাত আলী, সাধারণ সম্পাদক আঃ রশিদ, সহ-সভাপতি জিন্নাত আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ আঃ হান্নান।