বেগম জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৮:৫২ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর মহিরনা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও যুগ্ম আহবায়ক মিলন।
উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম. হীটন, সেন্টু, টিটু, আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, হেদায়েত উল্লাহ, শিমুল, পিটার, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক মিলু, যুগ্ম আহ্বায়ক রনি, শফি, বোয়ালিয়া থানা (পূর্ব) যুগ্ম আহবায়ক তুহিন ও লাল, শাহ্ মখ্দুম থানার সদস্য সচিব শুভ, সিনিয়র যুগ্ম আহবায়ক পরাগ, দুলাল, নয়ন, লালন ও সদস্য সচিব সাগর, চন্দ্রিমা থানার আহ্বায়ক সোহান ও সদস্য সচিব সাগর।
এছাড়াও মতিহার থানা (দক্ষিণ) এর আহ্বায়ক আখতার, সদস্য সচিব আনোয়ার, মতিহার (উত্তর) এরে সদস্য সচিব আলমগীর, রাজপাড়া থানার আহ্বায়ক সাদি, যুগ্ম আহ্বায়ক আলামিন, কাশিয়াডাঙ্গা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব, যুগ্ম আহবায়ক মনির, রবিন, শুকুর, ফিরোজ, রকিবুল, বোয়ালিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক সানি, শাহ্ মখ্দুম থানার আহ্বায়ক ডলার, সদস্য সচিব মৃদুল, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও যুগ্ম আহ্বায়ক বিশাল,সৈকত ও কামিয়াডাঙ্গা থানার ছাত্র নেতা রনিসহ অন্যান্য নেতাকর্মী।