প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে ঢাকা উত্তরের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০২:৩০ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত সুচিকিৎসা, বিদেশে প্রেরণ ও মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুলের নেতৃত্বে বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কেএম ইয়াহিয়া সামী, শাহ্আলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিন, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ মোকসেদ আলী, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের এসএম সায়েম সহ নেতৃবৃন্দ।