সালমা খাতুনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৫ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন-এর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের আপন ছোট বোন মোছাঃ সালমা খাতুন আজ বুধবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট-বিএসএমএসইউ (পিজি) হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বার্তায় তার মৃত্যুতে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাত নসীব ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন-এই দোয়া করি। আমি মোছাঃ সালমা খাতুন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"
আজ রাতেই বগুড়া গ্রামের বাড়িতে নিয়ে যাবেন আগামীকাল বাদ জহুর নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হবে