সোনাগাজীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবলীগ নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪১ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ০১:৩৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ফেনীর সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর আশ্রয় কেন্দ্রে এক গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা মামলায় শেখ মাওলা (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শেখ মাওলা পূর্ব সুজাপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান।
পুলিশ জানায়, গত ১০ জুন সকাল ১০টার দিকে শাহাপুর আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা জনৈক আলমগীরের স্ত্রীকে ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায় শেখ মাওলা।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। সে সোনাগাজী সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।