খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৫ পিএম, ১৫ জুন,
বুধবার,২০২২ | আপডেট: ১০:৩৯ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২ (দুই) দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচিঃ
১. আগামী ১৬ জুন ২০২২ ইং বৃহস্পতিবার, দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও জেলা সমমান শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মাতৃসম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
২. আগামী ১৭ জুন ২০২২ইং শুক্রবার, দেশের সকল উপজেলা, কলেজ, থানা ও পৌরসভায় ছাত্রদলের মাতৃসম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন।