পদ্মা সেতুর অর্থ দিয়ে আরও ৩টি পদ্মা সেতু তৈরি করা যেত : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৫ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলের কেউ সেখানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ‘যে সেতু থেকে বেগম জিয়াকে ফেলে দিয়ে হত্যার হুমকি দেয় প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠানে যাওয়ার প্রশ্নই উঠে না‘।
আজ মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও বিএনপি কর্যালয়ে মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
পদ্মা সেতুতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে তাতে আরও ৩টি পদ্মা সেতু তৈরি করা যেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পদ্মা সেতুর ব্যয় ধরা হয়েছে ৮ হাজার কোটি টাকা, তা পরবর্তী বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা দেখানো হয়েছে। এত টাকা কোথায় গেল? পদ্মা সেতুর টাকা দিয়ে আরও ৩টি পদ্মা সেতু তৈরি করা যেত।’
তার অভিযোগ, সরকার জনগণের জন্য উন্নয়ন না করে টাকা পাচার করছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে তার নির্বাচনী এলাকা ছাড়ার করার নির্দেশ দিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। গত ৮ জুন নির্বাচন কমিশন চিঠি দিয়ে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে ফখরুল বলেন, ‘নির্বাচনী নিয়মনীতি অনুসরণ করে একজন সংসদ সদস্যকে নির্বাচনী এলাকা থেকে বের করতে পারেনি নির্বাচন কমিশন। এ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন কতটা ব্যর্থ, কতটা অসহায়।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সহসভাপতি নুর করীমসহ অন্যান্য নেতাকর্মীরা।