খালেদা জিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:০৪ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে নিঃশেষ করতে সরকার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে চিকিৎসার নিয়মিত চেকআপের জন্য গত ১২ জুন ২০২২, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে সস্ত্রীক ঢাকা বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। আলালকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়ার ঘটনাকে অমানবিক, ন্যক্কারজনক ও সরকারের একরোখা নীতিরই বহিঃপ্রকাশ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটারবিহীন অবৈধ সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের ধারাবাহিকতায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে নিয়মিত চেকআপের জন্য ভারতে যেতে বাধা দিয়েছে। আলালকে বিমানবন্দরে যাতে বাধা দেয়া না হয়, সে বিষয়ে হাইকোর্টের অনুমতি এবং চিকিৎসার কাগজপত্র দেখানোর পরও ইমিগ্রেশন কর্তৃপক্ষ চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ মানবিক বিষয়কে আমলে না নিয়ে আলালকে বিদেশ যেতে বাধা প্রদানে আবারো প্রমাণিত হলো-সরকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে তিলে তিলে নিঃশেষ করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আলালকে সুচিকিৎসায় বাধা দেয়া বর্তমান শাসকগোষ্ঠীর একটি জঘন্য মানবতাবিরোধী কাজ।
বিএনপি মহাসচিব বলেন, আমি সরকারের এই ন্যক্কারজনক ও নিষ্ঠুর কর্মকান্ডে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। অবিলম্বে আলালকে ভারতে চিকিৎসার জন্য যেতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।
এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ হতে বরগুনা জেলাধীন আমতলী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ফকির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান হিরু, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কবির তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জসিম মেম্বার, আমতলী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মহসিন, আঙ্গরপাঙ্গাসিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সগির, ছাত্রদল নেতা মোঃ বায়জিদসহ ১২ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশ থেকে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উচ্ছেদ করতে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। সরকার উন্নয়নের নামে মূলত বিএনপিকে ধ্বংস করার কাজই নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করছে। আর এরই ধারাবাহিকতায় আমতলীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ বিনা উস্কানিতে নেতাকর্মীদের গ্রেফতার করেছে। আওয়ামী সরকার নিজেদের টিকিয়ে রাখতে মরণ কামড় দিতে শুরু করেছে। তবে এভাবে সর্বনাশা হিংসার আশ্রয় নিয়ে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না। কারণ জনগণ এখন সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, আমি অবিলম্বে গ্রেফতারকৃত উল্লিখিত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।