বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা মহানগর বিএনপির দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:০৭ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৫টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় সভার সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্ত ফ্যাসিবাদী সরকার প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে গিয়ে আইন-আদালতের দোহাই দিয়ে তার বিদেশে যাওয়া বাঁধাগ্রস্থ করছে। বেগম খালেদা জিয়ার কোন ক্ষতি হলে তার জন্য এই সরকার দায়ি থাকবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
উল্লেখ্য, শুক্রবার (১০ জুন) গভীর রাতে হঠাৎ হৃদযন্ত্র ও শ্বাসযন্ত্রের জটিলতা শুরু হওয়ায় বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তাঁর হৃদযন্ত্রের প্রধান আর্টারিতে ধরা পড়েছে ৯৯ শতাংশ ব্লক। রিং পরানো হয়েছে। ২০২১ সালের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর এ নিয়ে বেগম খালেদা জিয়াকে পাঁচ দফায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একই হাসপাতালে নেয়া হয়েছিল। এর আগে চিকিৎসকরা বেগম জিয়ার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
দোয়ায় অংশগ্রহণ করেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য আব্দুর রাজ্জাক, ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম রুম্মান, শাহিনুল ইসলাম পাখী, রোবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, শেখ জামালউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, আব্দুল আজিজ সুমন, মো: তাজিম বিশ^াস, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম শাহিন, জাহিদুর রহমান রিপন, সিরাজুল ইসলাম লিটন, ্ইয়াজুল ইসলাম এ্যাপোলো, মইদুল হক টুকু, আনজিার খাতুন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, ডা: ফারুক হোসাইন, ডা: হালিম মোড়ল, সালমা বেগম, নিঘাত সীমা, সাইফুল ইসলাম মল্লিক, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ^াস, কাওসারী জাহান মঞ্জু, আরিফা আশরাফি চুমকি, ময়না আক্তার, ফরিদা আক্তার, ইসমত আরা কাকন, কাকলি খান, লুতফুন নাহার লাভলী, রোজা আক্তার পুতুল, পাপিয়া আক্তার পারুল, কাজলি আক্তার, কনা খান নাজমা, মো: ফজলুর রহমান মৃধা, শেখ হাবিবুর রহমান, সৈয়দ ইমরান প্রমুখ।