বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৫ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:১৮ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সু-চিকিৎসা ও সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার বাদ আছর ঢাকার ঐতিহ্যবাহী আগারগাঁও জামিয়া হোসাইনিয়া মাদরাসা ও এতিমখানা মসজিদে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন, ‘মাদরাসার আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস ও নিষ্পাপ এতিম শিশুদের দোয়ার উছিলায় মহান আল্লাহতায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রোগমুক্তি ও সুস্থতা দান করুন।’ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দেশের সর্বস্তরের মানুষ বর্তমানে কঠিন সময় পার করছে। তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করার পর বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর রুহের মাগফেরাত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ শরীরে বীরের বেশে দেশে আগমন ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মীসহ জামিয়া হোসাইনিয়া মাদরাসার শিক্ষক-ছাত্র ও বহু এতিম শিশু উপস্থিত ছিলেন। শেষে, সকলের মাঝে তবারক বিতরন করা হয়।