বেগম খালেদা জিয়া'র সুচিকিৎসার দাবিতে ড্যাব এর উদ্বেগ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩২ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব।
সংগঠনটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের মা, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তাঁর চিকিৎসকগণ ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার নিমিত্তে বিদেশে পাঠানোর জন্য সরকারের নিকট সুপারিশ করেছেন। কিন্তু সরকার এ ব্যাপারে একেবারেই নির্বিকার। আইনের দোহাই দিয়ে প্রতিহিংসাপরায়ণ ফ্যাসিবাদী সরকার বেগম খালেদা জিয়াকে তাঁর মৌলিক অধিকার তথা মানবাধিকার থেকে বঞ্চিত করছে।
বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত না হওয়ার ফলশ্রুতিতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পুনরায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। ড্যাব এর সিনিয়র নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ দীর্ঘায়ু কামনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সকল সদস্যসহ আপামর জনগণকে মহান আল্লাহর নিকট দোয়া করার অনুরোধ করেছেন।
গত ১১ জুন এভারকেয়ার হাসপাতাল কর্তৃক গঠিত ১৮ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড জরুরী ভিত্তিতে বেগম খালেদা জিয়ার হার্টের এনজিওগ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এনজিওগ্রামে তাঁর একটি রক্তবাহিকায় ৯৯% ব্লক ধরা পড়ায় জীবন বাঁচানোর জন্য রিং পড়ানো হয়। উক্ত মেডিকেল বোর্ড সর্বসম্মতি ক্রমে বেগম খালেদা জিয়ার সার্বিক সুচিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে তাঁকে বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করেন।
ড্যাব নেতৃবৃন্দ অনতিবিলম্বে মেডিকেল বোর্ডের সুপারিশ কার্যকর করার জন্য সরকারের নিকট দাবী জানিয়েছেন। অন্যথায় অন্য যেকোন পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।