বগুড়ার শেরপুরে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৫ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ার শেরপুর শহর ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য নাহিদুর রহমান নাহিদের ব্যক্তিগত উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ যোহর সুখান গাড়ি তালিমুল কোরআন কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক, শেরপুর শহর বিএনপির ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সোহানুর রহমান লাভলু, শেরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, শেরপুর উপজেলা কৃষকদলের সভাপতি, অত্র মাদ্রাসার সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব নূরুল ইসলাম নূর, যুগ্ম আহ্বায়ক আজিজুল বারী পপুলার, শেরপুর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ রোমান, যুবনেতা আব্দুল লতিফ লিটন, শেরপুর শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদসহ প্রমুখ।
এসময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।