সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:২৩ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ প্রেরণ ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ সাংগঠনিক সম্পাদক পদ মর্যাদা) ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশ ও সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জুর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জের পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ইবিরোড দিয়ে যেয়ে দলীয় অফিসের সামনে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য (সহ সাংগঠনিক সম্পাদক পদ মর্যাদা) ও সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম আনোয়ার হোসেন রাজেশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রন্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলামিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মঈনুল ইসলাম রাষ্ট্র, আবু কায়েস ভূইয়া কর্নেল, বেল্লাল হোসেন, হেলাল, ডাঃ মোঃ আব্দুল আওয়াল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ, ১নং সাংগঠনিক সম্পাদক তানভীর সাকিল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান হাবিব উজ্জ্বল, সদস্য সচিব রুবেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোকন শেখ, সবুজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর আলী, যুগ্ম আহবায়ক মানিক, আরিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দুলাল আহমেদ, নাঈম, সজীব হোসেন সহ জেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।