কানাইঘাটে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৬ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১৬ এএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
সিলেটের কানাইঘাটে তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মুল্য বৃদ্ধির প্রতিবাদে উপজেলা বিএনপির মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলার পর বিএনপির কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে। হামলা কালে যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা পৌর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।
গতকাল সোমবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে এসংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মামুন রশিদ ও সাধারণ সম্পাদক শরিকুল হক জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কানাইঘাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর সোয়া ১২টার দিকে কানাইঘাট পূর্ব বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করলে সরকার দলের কতিপয় নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে অতর্কিত হামলা করে। একপর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছুড়ার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল আহমদ, আনোয়ার, ছাইফুর রহমান সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
পরে বিএনপি নেতাকর্মীরা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের প্রতিরোধের মাধ্যমে পিছু হটিয়ে বাজারে মিছিল করে এবং মিছিল পরবর্তী পূর্ব বাজারে পথসভা করে।
পথসভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মামুন রশিদ মামুন সহ বিএনপি নেতৃবৃন্দ।
পথসভায় বিএনপি নেতাকর্মীরা তাদের শান্তিপুর্ণ মিছিলে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী কর্তৃক হামলা চালিয়ে দলের নেতাকর্মীদের আহত করার ঘটনায় তীব্র নিন্দা জানান।
বিএনপি নেতাকর্মীরা পথসভা শেষ করে বাজার ছেড়ে চলে যাওয়ার পর বিকেল ২টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মীরা কানাইঘাট বাজারে প্রতিবাদ মিছিল বের করে পূর্ব বাজারে গিয়ে কানাইঘাট পৌর বিএনপির থালাবদ্ধ কার্যালয়ে ভাংচুর চালিয়ে বাজার পয়েন্টে চেয়ার-টেবিল ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এসময় বাজার পয়েন্টে প্রতিবাদ সভা করে আওয়ামীলীগ।
বিএনপি মহাসচিবের নিন্দা,
কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতৃবৃন্দের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় কানাইঘাট উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক খসরুজ্জমান, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, আনোয়ার ও ছাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এ ধরণের ঘটনাকে ন্যাক্কারজনক ও কাপুরোষিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, "অগণতান্ত্রিক পন্থায় জোরজবরদস্তিমূলক ভাবে ক্ষমতা দখল করে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার। জনগণকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যার ফলশ্রুতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল এখন চরম হুমকির মুখে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্য।
গতকাল সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতৃবৃন্দের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট সহ নেতাকর্মীদেরকে আহত করা সেটিরই নিকৃষ্ট উদাহরণ। দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতন ও গুম, খুন, অপহরণের যে হিড়িক চলছে তাতে দেশের মানুষ এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। এই ধরণের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই।
বিএনপি মহাসচিব অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।তিনি আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
সিলেট জেলা বিএনপির নিন্দা,
বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তেল-গ্যাসসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কানাইঘাট উপজেলা বিএনপির মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সোমবার এক যৌথ বিবৃতিতে এঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করেনি, মিছিল করেছে তেল-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য রাসের দাবীতে। জনগনের ন্যায্য দাবী আদায়ের কর্মসূচীতে এমন বর্বর সন্ত্রাসী হামলা ফেসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা সব সময়ই জনগনের ন্যায্য দাবীকে শক্তি দিয়ে থামিয়ে দিতে চায়। কিন্তু জনগনের ন্যায্য দাবী আদায়ের আন্দোলন থেকে বিএনপিকে সরিয়ে দিতে পারবে না।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, কানাইঘাট পৌর বিএনপি নেতা আসরাফ আহমদ, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, ছাইফুর রহমান ও ফাহিম আহমদ সহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এঘটনার সাথে জড়িত সন্ত্রাসীতে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সর্বস্থরের জনগনকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করবে।