দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২১ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:০৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় মাজেদুর রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুন) রাত দেড়টায় এ ঘটনা ঘটে।
নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে এবং শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সোমবার রাত প্রায় দেড়টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এর পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ বলে তিনি জানান।
ওসি বজলুর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে— দুই মাদক ব্যবসায়ী গ্রুপের কোন্দলে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কিছু নামও পাওয়া গেছে। তাদের ধরতে রাত থেকেই অভিযান চলছে।