সীতাকুণ্ড বিস্ফরণ, নিখোঁজ কন্টিনিয়ার চালকের পরিবার পাশে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৬ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০২:৪৭ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম কন্টিনিয়ার ডিপোতে হাইড্রো ক্যামিকেল বিস্ফরণ দূর্ঘটনায় নিখোঁজ কন্টিনিয়ার চালক আবুল হাশেমের পরিবারের পাশে দাড়ালো সীতাকুণ্ড উপজেলা বিএনপি।
গতকাল সোমবার (১৩ জুন) বিকাল ৫টা আবুল হাশেম, পিতা ছবির আহম্মদ, সাং ইলিয়াছ পাম্প পশ্চিম পাশে, মছজিদ্দা, কুমিরা, সীতাকুণ্ড চট্টগ্রাম। তার দুই মেয়ে সালমা আক্তার(১৫), সায়মা (১৩), এক ছেলে মোঃ ইছা (৯)।
পরিবারটি খোজখবর নিতে গিয়ে আর্থিক সহযোগিতা করেন বিএনপি নেতৃবৃন্দ, এ সময় সালমা বলেন, আমার বাবাকি আর ফিরে আসবেনা, ৪ জুন রাত ৮টা আমার বাবা ঢাকা থেকে গার্মেন্টস পন্য নিয়ে বিএমডিপোতে যায়। রাত ১১টা খবর পায় বিএমডিপোতে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে বাবার সাথে অনেক বার চেষ্টা করে যোগাযোগ করতে পারিনাই। সেই থেকে বাবা ১৪ জুন পর্যন্ত নিখোজ রয়েছে।
বিএমডিপোর ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিচ্ছে বিএনপি। বিএনপির নেতৃবৃন্দরা খবর নিতে গিয়ে আবুল হাশেম ড্রাইভার নিখোঁজ, পরিবারের খোজ খবর নিতে ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাউদ্দীন, কেন্দ্রিয় কৃষক দলের সহ সাংঘঠনিক সম্পাদক বদরুল আলম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্জ সামসুদ্দোহা, সাহাবউদ্দীন, ছালে আহম্মদ ছলু, এদ্রিছ মিয়া মনি, যুগ্ন আহব্বায় এহতেশাম টিটু, সদস্য সচিব ফকরুল ইসলাম, খোরশেদ আলম মেম্বার, আলি নেওয়াজ মামুন, হেলাল উদ্দীন, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিএনপির আঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।