সীতাকুণ্ডে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও আসলাম চৌধুরীর মুক্তির দাবীতে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ পিএম, ১৪ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:১৯ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
সীতাকুণ্ড উপজেলার কুমিরা মছজিদ্দা এলাকায় গতকাল সোমবার বিকাল ৪ টায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার আসলাম চৌধুরীসহ মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কাজী সালাউদ্দীন নিত্যপন্য, গ্যাস, বিদুৎ, দাম কমাতে হবে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারা মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে কারা মুক্তি দিতে হবে।
এই সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাউদ্দীন, কেন্দ্রিয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা বিএনপির আহ্ববায়ক আলহাজ্জ সামসুদোহা, সদস্য সচিব ফকরুল ইসলাম, ইদ্রিছ মিয়া মনি, আলি নেওয়াজ মামুন, ছালে আহম্মদ ছলু, মুক্তিযোদ্দা আবুল মুনছুর, শাহাব উদ্দীন, খোরশেদ আলম মেম্বার, মোঃ মহিউদ্দীন, মঞ্জু, হেলাল উদ্দীন, বিএনপির অঙ্গসংঘটনের সেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।