দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৩ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০১:৪৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সরকার জনগণকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতৃবৃন্দের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়। সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জমান, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, আনোয়ার ও ছাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনাকে ন্যক্কারজনক ও কাপুরোষিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অগণতান্ত্রিক পন্থায় জোরজবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার। জনগণকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যার ফলশ্রুতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল এখন চরম হুমকির মুখে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্য।
তিনি বলেন, আজ সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতৃবৃন্দের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটসহ নেতাকর্মীদেরকে আহত করা সেটিরই নিকৃষ্ট উদাহরণ। দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতন ও গুম, খুন, অপহরণের যে হিড়িক চলছে তাতে দেশের মানুষ এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। এই ধরনের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। বিএনপি মহাসচিব অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।