ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই : টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০২:১২ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।
আজ সোমবার সবুজবাগ থানা কর্মিসভায় তিনি এ সব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাহ উদ্দিন টুকু বলেন, সবুজবাগ থানা কর্মিসভা অনুষ্ঠিত হচ্ছে। সকল নেতাকর্মীকে রাজপথে থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন বেগবান করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আগামীতে জাতীয় নির্বাচনেও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলনের বিকল্প নেই। আমাদেরকে এই মুহূর্ত থেকে আন্দোলনের বজ্রকঠিন শপথ নিতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ হতাশার মধ্যে নিমজ্জিত। বিএনপি মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সকল সময়েই শ্রদ্ধাশীল। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ মসনদ এখন টালমাটাল। যেকোন মুহূর্তে জনবিস্ফোরণের মাধ্যমে স্বৈরশাহীর পতন নিশ্চিত হবে। আগামীতে বর্তমান স্বৈরাচারি অবৈধ শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবার প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক এম গাফফারের সভাপতিত্বে এবং সদস্য শাহ মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় কর্মিসভায় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শহীন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব খন্দকার এনামুল হত এনাম প্রমুখ।