দেশে এখন হাহাকার চলছে, দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে - অ্যাড. মিলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩০ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১৫ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য হ্রাস ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেশহাট বাজারে রাজশাহী জেলার অধীনস্থ কেশরহাট পৌর বিএনপি অপর দিকে খড়খড়ি বাজারে পবা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকালে রাজশাহীর পবা-মোহনপুর উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্বল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন।
উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপি নেতা মকবুল হোসেন, এনামুল হক, ওসমান, সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, কেশরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, বুলবুল হোসেন, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস আলী, তাজউদ্দিন আহম্মেদ, আঃমালেক, আনছার আলী, উজ্বল হোসেন, মির্জা শওকত, শাহীন আলম, জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রাসেল।
অ্যাড শফিকুল হক মিলন বলেন, দেশে এখন হাহাকার চলছে, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১৯৭৪ সালের ন্যায় দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এ অবস্থায় এবারে লুটপাট ও গরীব মানুষ মারার বাজেট দিয়েছে ফ্যাসিষ্ট সরকার।
তিনি আরও বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তিনি এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন এই মুহুর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন কিন্তু এই অবৈধ সরকার আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে নিতে দিচ্ছে না। এ অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে এই অবৈধ সরকারকেই দায়ভার নিতে হবে বলে বক্তব্য উল্লেখ্য করেন।