খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় শহর যুবদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩২ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৩:২০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনা করে বগুড়া শহর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ যোহর জাতীয়তাবাদী যুবদল বগুড়া শহর শাখার উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি, যুগ্ন-আহ্বায়ক হারুনর রশিদ সুজন, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, রেজাউল করিম লাবু, তাজমিলুর ইসলাম বিচিত্র, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, শহর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, জাহেদ হোসেন, আবু সাইদ মন্ডল, সাদ্দাম হোসেন, মেফতা আল রশিদ মিল্টন, রোকন হোসেন, বাইতুল্লাহ শেখ, রোকন, রাশেদুল ইসলাম, আবু জাহিদ সিদ্দিক, আনিসুল হকসহ নেতৃবৃন্দ।