বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলশী থানা যুবদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ পিএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৫৬ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে খুলশী থানা যুবদলের উদ্যোগে পুলিশ বিট জামে মসজিদে আজ সোমবার বাদ আসর এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তিনি হার্ট এট্যাক করেছেন, হার্টে রিং বসানো হয়েছে। বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরনকারী দলীয় নেৃতৃবৃন্দের জন্য দোয়ার আহবান জানান।
এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য মহান প্রতি পালক আল্লাহ রহমত কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির লক্ষ্যে দেশবাসীর দোয়া চাওয়া হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মরহুম রাষ্ট্রপ্রতি শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিতার কামনা করা হয়।
মাহফিলে মহানগর যুবদল, বিভিন্ন ওয়ার্ড যুবদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লী অংশ নেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা, করোনা মহামারী থেকে মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, নগর বিএনপি নেতা আব্দুল হালিম স্বপন, আলী আক্কাস, মনিরুল ইসলাম মনির, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আব্দুল হামিদ পিন্টু, থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, নগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, তানভীর মল্লিক, কোষাধ্যক্ষ নুর হোসেন উজ্জ্বল, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগীর, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, মনোয়ার হোসেন মানিক, সহ সম্পাদক গুলজার হোসেন মিন্টু, হোসেন উজ জামান, ইব্রাহিম খান, গিয়াস উদ্দিন টুনু, জহিরুল ইসলাম জীবন, আব্দুল হালিম গুড্ডু, শওকত খান রাজু, সদস্য শাখাওয়াত কবির সুমন, আবদুল করিম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহবায়ক ইউনুছ মুন্না, মোঃ মিল্টন, দেলোয়ার হোসেন, মোঃ জাবেদ হোসেন, আবু হানিফ, মোঃ জামিল হোসেন, নাসির উদ্দিন পিন্টু, ১৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বাদশা আলমগীর, ৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ ইউনুছ, ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, খুলশী থানা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সামশুল হক রানা মীর্জা, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জাহিদ হোসেন, মোঃ পারভেজ, মোঃ আজাদ, সোহেল বাবু, মোঃ আমিন, মোঃ মিজান, শফিকুল ইসলাম, মোঃ সুজন, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন নিলয়, নিরব পাটোয়ারী, থানা যুবদলের মোঃ জনি, ইব্রাহিম খলিল সবুজ, ইব্রাহিম হোসেন সাদ্দাম, আনোয়ার হোসেন আনু, নুর হোসেন, মোঃ মানিক, জামশেদ হোসেন ফয়সাল, মোঃ লিটন, কাউসার বাবু, মোঃ আব্দুল, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সালাউদ্দীন, মোঃ তানভীর, মোঃ রিয়াজ, মোঃ সুজন, মোঃ কোরবান, মোঃ সুমন, মোঃ জাহিদ, মোঃ জামাল, মোঃ বাপ্পীসহ প্রমুখ নেতৃবৃন্দ।